Toru kobita Nabanita Devsen তরু – নবনীতা দেবসেন
যদি সেই মহামহিমায়
যা কিছু সকলি জেগে থাকে
তবে সেই প্রথম হৃদয়
জুড়ােলো নদীর কোন্ বাঁকে ?
কিছু নীল, সবুজ, গভীর
সময়ের দূর সরােবর
বালিহাঁস, গাঢ় লাল তীর,
তৃষিত সােনার বালুচর..
তারপর কাচের পুকুরে
লাল নীল বেগুনী হলুদ
শফরি সলীল, বেকসুরে
শােধ করে জীবনের সুদ।
যদি সেই মহামহিমায়
সব শিখা চিরকাল জাগে
তবে সেই প্রথম হৃদয়
আবারও জ্বলুক সংরাগে
কোথাও রয়েছে সেই তরু
যা কিছু সকলি বুকে নিয়ে
ব্যর্থ করে নির্বেদের মরু
নিয়ে যাবাে মুকুল কুড়িয়ে।