Bangla kobitar jonyo : বাংলা কবিতার জন্য – প্রভাত চৌধুরী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে

তার কোন মিল নেই, ‘চোখর জল’তবু কেন যে

লেখা হলেই উঠে আসে ‘কুম্ভিরাশ্রু’ তার সমাধান গুগুলও জানে না

আমি নিজেও কোনদিন বাংলা কবিতার জন্য অশ্রু বিসর্জন করিনি

শরীরের জল বা ঘাম ঝরিয়েছি কয়েক গ্যালন

তার জন্য বাংলা কবিতার কত মিলিমিটার আপডেট হয়েছে

তা জানার জন্য আরো কয়েক দশক অপেক্ষা করতে হবে

যাঁরা অপেক্ষা করতে রাজি হবেন না, তাঁরা পথপ্রদর্শকের

নির্দেশের জন্য সজাগ থাকুন

ডোর বেলটি ঠিকঠাক কাজ করছে কিনা সে সম্পর্কে অবহিত থাকুন

কাকে কান নিয়ে গেল শুনলে

কাকের পেছনে না ছুটে নিজের কানের পাশে হাত নিয়ে যান

এই লেখাটিতে প্রথমে কুমির, পরে কাক

একটি সরীসৃপ এবং একটি পাখি এসে গেল

পরের কবিতায় জলচর, লালতিমি আসার কি কোন সম্ভাবনা

দেখা যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)