Projapoti kobita Kazi Nazrul Islam প্রজাপতি কবিতা কাজী নজরুল ইসলাম
Bengali Poem, Projapoti kobita lyrics written by Kazi Nazrul Islam বাংলা কবিতা, প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম।
প্রজাপতি! প্রজাপতি! কোথায় পেলে ভাই
এমন রঙীন্ পাখা!
টুক্টুকে লাল্ নীল্ ঝিলিমিলি আঁকাবাঁকা।।
কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা!
তুমি টুল্টুলে বন-ফুলে মধু খাও,
মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও;
দাও পাখা দাও সোনালী রূপালী-পরাগ-মাখা।
কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।
মোর মন যেতে চায় না পাঠশালাতে,
প্রজাপতি!
তুমি নিয়ে যাও সাথী ক’রে তোমার সাথে।
তুমি হাওয়ায় নেচে নেচে যাও,
তোমার মত মোরে আনন্দ দাও;
এই জামা ভালো লাগে না,
দাও জামা ওই ছবি-আঁকা।
কোথায় পেলে ভাই এমন রঙীন্ পাখা।।