Choitrer chithi poem lyrics চৈত্রের চিঠি কবিতা – মহাদেব সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Choitrer chithi kobita poem lyrics চৈত্রের চিঠি কবিতা - মহাদেব সাহা

 

চৈত্রের এই শেষ রজনীতে

তোমাকে পাঠাই বিব্রত খাম,

লিখেছি কি তাতে ঠিক মনে নেই

তবু এই চিঠি, এই উপহার!

তোমার খামে কি আদৌ লিখেছি

স্বপ্নের মতো স্মরণীয় নাম?

তাও মনে নেই; আমি শুধু জানি

তবু এই চিঠি তোমারই জন্যে।

যদি কোনোদিনও মলিন চিঠিটি

পৌঁছবে না গিয়ে সেই ঠিকানায়

বছর এমনি আসবে ও যাবে,

ভাসবে না তবু যুগল কলস!

আমি বসে আছি, তুমিও কি পারে

তাহলেই থামে কালের যাত্রা

এই চিঠিখানি অনন্তকাল

তাহলেই পারে সাহসে উড়তে।

তাহলেই শুধু ক্ষীণ ভরসায়

সময়কে বলি, একটু দাঁড়াও!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।