Durga jaben baper bari kobita দুর্গা যাবেন বাপের বাড়ি কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Durga jaben baper bari kobita দুর্গা যাবেন বাপের বাড়ি কবিতা

 

Bangla Kobita, Durga jaben baper bari written by Bhabani Prasad Majumder বাংলা কবিতা, দুর্গা যাবেন বাপের বাড়ি লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার

 

দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে?

লক্ষী-সুরাে, গন্ শা-কেতাে, কোমর বেঁধেছে।।

ময়ূর-পাচা, হাঁস ও ইদুর, ওরাও সাথে যাবে

পাঁচ-ছ’টা দিন, তাক-ধিনা-ধিন, মজা ক’রেই খাবে।

 

বললে ওরা, ভাল্লাগে রােজ একই জিনিস খেতে?

বছরে তাই চাই ক’টা দিন অন্য কিছু পেতে।

হলেও ভঙ্গ, ও-দেশ বঙ্গ, দারুণ রঙ্গ-ভরা

চপ-রােল-ফ্রাই, চাউ-মােগলাই, স্বাদ কী পাগল-করা!

চিকেন.মটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি!

-কাবাব, কোর্মা-পােলাও, ফুচকা.আলুকাবলি!

বোদে-গজা-গুজিয়া আর সরভাজা-সরপুরিয়া

রসগােল্লা-পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া।

 

পায়েস খাবাে আয়েস ক’রেই, মিহিদানা-চমচম

দই-দানাদার-দরবেশও বেশ, খাবাে সবাই কম-কম।।

দুর্গাদেবী বললে : পেটুক, স্বভাব তােদের মন্দ

তাই এবারে আমার সাথে যাওয়া তােদের বন্ধ।

 

শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর-প্যাচা-হাঁস

চোখের জলে, নাকের জলে, সব করে হাঁসফাস।

মা বললেন, যাবি-যাবি, থামা কান্নার সুর-রে।

চেঁচায় সবাই থ্যাঙ্ক ইউ মম, হিপ-হিপ-হিপ-হুররে!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)