Asur jabe sosurbari (Durga puja kobita) অসুর যাবে শ্বশুরবাড়ি কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Asur jabe sosurbari (Durga puja kobita) অসুর যাবে শ্বশুরবাড়ি কবিতা

 

Bangla Durga puja kobita, Asur jabe sosurbari written by Bhabhi Prasad Majumder বাংলা দূর্গা পূজা কবিতা, অসুর যাবে শ্বশুরবাড়ি লিখেছেন ভবানীপ্রসাদ মজুমদার

 

অসুর যাবে শ্বশুরবাড়ি পশুর পায়েস খেতে

পুজোর ক’দিন এবার রঙিন কাটবে আনন্দতে।

তাইতো অসুর ভুলেই কসুর খাচ্ছে লুটোপুটি।

পুজোর সময় কোনদিনও পায় না এমন ছুটি।

 

পুজোর কদিন পান্ডেলেতেই থাকে মায়ের সাথে

পা দিয়ে মা রাখেন চেপেই জোরসে ত্রিশূল হাতে

গনসা-কেতো, লখাই-সুরো, সব পাহারায় থাকে

একটু এদিক-ওদিক হলেই দেয় লাগিয়ে মা-কে।

 

গভীর রাতে একটা যদি ধরায় পোড়া বিড়ি

ঘুম ভাঙিয়েই দেবে মায়ের সব্বাই শিগ্গিরি।

কিংবা যদি চুপিচুপি একটু খৈনি বানায়

বিচ্ছুগুলো মা-কে ডেকেই তক্ষুনি তা জানায়।

 

কেমন জব্দ পাঁচজনেই আজ? দেখছো আঁধার দুনিয়া?

কারো ডেঙ্গু, কারো কালাজ্বর, কারো চিকুনগুনিয়া!

পুজোর ক’দিন বেড়ে শুয়েই খাও ঝোল-ভাত-রুটি

আমি চললাম শ্বশুর বাড়ি, আমার লম্বা ছুটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)