Bengali poetry ei akankha : এই আকা‌ঙ্ক্ষা – বিনয় মজুমদার

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
আকাশ ক্রমে করছে পান অগাধ তৃষ্ণায়
তরঙ্গীত নদীর জল, এখন সাবলীল
নৃত্য নেই, জীবন নেই, প্রকট কামনায়
শীর্ণ তার শরীর আর হৃদয় তার নীল
কেটে তো গেল অনেক কাল পিপাসু সূর্যের
মেঘ বিহীন আকাশলীন অগাধ তৃষ্ণায়।
বৃষ্টি নেই, সাগর নেই বাষ্প পুঞ্জের
আধারে নেই, পৃথিবী আজ অনুর্বর প্রায়।
হয়ত এই আকা‌ঙ্ক্ষার বিলুপ্তির পর
কোনো বিধুর সায়াহ্নের সকাশে চঞ্চল
সাগর তার দেহের ভার নামাবে ঝরঝর,
তখন এই মাটিতে নেই অবাক কোলা হল !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)