Megh Kore Elo Kobita Srijato : মেঘ করে এল – শ্রীজাত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

মেঘ করে এল দেশের মতাে

মনখারাপেরও খরচ কত

বৃষ্টিধারা

বাতাসে কীসের মিশেল দিলে

কিছুটা দুপুর স্লিপিং পিল-এ

তন্দ্রাহারা

দেশ মানে নি সা রে ম প নি সা

অথচ বিদেশ দিয়েছে ভিসা

দু’তিন মাসের

মনখারাপেরও হিসেব কত

লুকিয়েছি মুখ মেঘের মতাে

উপন্যাসে

হােটেলের ঠিক সামনে নদী

ছায়া পড়ে আছে সমস্তদিন

সহজ জলে

চোখে নেমে আসে মাথার পােকা

কোথাও খুলেছে চায়ের দোকান

মফস্বলে….

মেঘ করে এল এখানে কেমন

এমন দুপুরে স্বয়ং শ্যামও

ঘুমের দিকে

ছাইরঙা সুরে মেঘলা দোহা

একা দূরে বসে বরষা পােহাই

জনান্তিকে

 

Megh Kore Elo Kobita By Srijato - মেঘ করে এল - শ্রীজাত

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)