যদি ফিরে আসি (কবিতা) – মৃণাল বসু চৌধুরী Jodi Fire Asi poem
যতটুকু দিতে পারো দিও
যেটুকু পারো না
রঙীন কাগজে মুড়ে
সেটুকুও রেখে দিও বিছানার নিচে
যতটা এগোতে পারো এসো
যেটুকু পারো না
সে দূরত্ব সঙ্গোপনে
রেখে দিও উদাসীন চোখের ভেতরে
যতটা রাখতে পারো রাখো
যেটুকু পারো না
চন্দন মাখিয়ে তাকে
রেখে দিও স্মৃতিকোষে
রক্তমাখা বীজে
নিঃশব্দ দহনে কাটে দিন
অস্থির ভ্রমণে কাটে দিন
প্রাচীন তৃষ্ণায় কাটে দিন
রেখে দিও
সব রেখে দিও
যদি ফিরি
কোনদিন যদি ফিরে আসি