Mukti kobita lyrics poetry in bengali : মুক্তি – আলোক রঞ্জন দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

 

১.
তুমি এসাে বার্লিনের দুদিক থেকে
 অবিভক্ত সাদা-কালাে খঞ্জন আমার
 ছৌ-কাবুকির ছদ্মবেশে
 চূর্ণ করে দাও যত অলীক সীমান্ত
 আমি যদি কৃত্তিম প্রাচীর গড়ি
 মৃদু পক্ষাপাতে ভেঙে দিয়াে
 ডানার অটুট রাখাে ভাঙে যদি আমাদের প্রেম ।
২.
উত্তর অতলান্তিকে বৃষ্টি হলে
 তােমার-এখানে কেন রৌদ্র হবে
 জানি তুমি ডােরাকাটা স্বাতন্ত্র কায়েম রাখবে বলে
 থেকে-থেকে কীরকম অচেনাসমান হয়ে যাও
 এমন কি কেঁপে ওঠো তােমার ডানায় যদি হাত রাখি ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)