Priyo bengali poem lyrics : প্রিয় – কবিতা – মন্দাক্রান্তা সেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Bengali poem lyrics, Priyo written by Mandacranta Sen

ও প্রিয়, তাের চোখের কোণায় মৃত্যু নাচে
মৃত্যু মানে জীবন-নদীর ওপাশ এপাশ
স্রোতের টানে খড়কুটো কি সত্যি বাঁচে!

ও প্রিয়, তুই সবুজ কোমল মৃত্যু শেখাস
ও প্রিয়, তাের হরিণ পায়ে মৃত্যু লাফায়
তাই দেখে আজ সাধ জেগেছে ঘুঙুর হব
দেখিস যেন আনজনে কেউ শব্দ না পায়
এ মৃত্যু যে গভীর গােপন মহােৎসবও

ও প্রিয়, তাের অল্প ছোঁয়ায় মৃত্যু ফোটে
একটু বেশি ছুঁস যদি তুই, দোষ কী তাতে?
জীবনধারা মাঝবরাবর উথলে ওঠে
ওই দরিয়ায় সাঁতরে এলি তুই আমাতে!

এলিই যদি, ও প্রিয়, আয় রঙ্গ করি
তুই হ’ আদিম ছন্দ, আমি মুক্ত লেখা
তাের শরীরে ঠোঁট রেখে দ্যাখ কেমন মরি-

ও প্রিয়! অ্যাই অসহ্য লােক! মরতে শেখা…

 

Priyo bengali poem lyrics : প্রিয় - কবিতা - মন্দাক্রান্তা সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)