Poth hata kobita Jibanananda Das পথহাঁটা কবিতা জীবনানন্দ দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Poth hata kobita Jibanananda Das পথহাঁটা কবিতা জীবনানন্দ দাশ

 

Bangla Kobita, Poth hata written by Jibanananda Das বাংলা কবিতা, পথহাঁটা লিখেছেন জীবনানন্দ দাশ

 

কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে

অনেক হেঁটেছি আমি; অনেক দেখেছি আমি ট্রাম— বাস সব ঠিক চলে;

তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে:

 

সারারাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে।

কেউ ভুল করে নাকো— ইঁট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব

চুপ হয়ে ঘুমাবার প্রয়োজন বোধ করে আকাশের তলে।

একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;

তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেন্ট মিনারের মাথা

নির্জনে ঘিরেছে এসে;— মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব

 

আর কিছু দেখেছি কি: একরাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা?

চোখ নিচে নেমে যায়— চুরুট নীরবে জ্বলে-বাতাসে অনেক ধুলো খড়;

চোখ বুজে একপাশে সরে যাই— গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা

 

উড়ে গেছে; বেবিলনে একা একা এমনই হেঁটেছি আমি রাতের ভিতর

কেন যেন; আজো আমি জানি নাকো হাজার হাজার ব্যস্ত বছরের পর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)