Bola holo na kobita lyrics বলা হল না – শঙ্কর চট্টোপাধ্যায়
বলা হল না তােমায় আমার সেই মােহর কুড়নাের গল্প পরীক্ষামূলক সেই ধর্মযুদ্ধের কাহিনী নিজেরই প্রেতাত্মার সামনে, খােলা ছুরি হাতে দাঁড়ানাের সেই বীরত্বের কথা রাস্তা বদল করে, তুমি অন্য রাস্তায় গেলে। আমার চোখের ওপর, সরু হয়ে এল আলাে । বুকের…