Ontoto ekbar kobita Sankar Chattopadhyay : অন্তত একবার – শংকর চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
কবিকল্পলতা ডট ইন বাংলা কবিতার বৃহত্তম পাঠগৃহ

অন্ধের মত আঙুল বাড়িয়ে, একবার ছুঁয়ে দাও দেখি আমার শরীর।
         দেখি যা থেকে জমানো ছাই ওড়ে কিনা
নেভে কিনা আগুন
অভিন্ন এক সমতল থেকে ডাকছি আমি তোমায়

আমি কি তোমার কাছে কোনো রাজ্যপাট চেয়েছি
          চেয়েছি তোমার গা ভরা গোলার ধান
          তোমার আত্মার ভেলকি বাজী
          সন্তান ধারণের ক্ষমতা ।

তুমি নদী হলে, আমি ডুবসাঁতার দেবার আগে তোমার গভীরতা
                   মেপে নিতুম
          আমি চাষী নই, যে ফসলের আশায় বীজ বুনব
তুমি পুজোর ছুটি নও, যে বিদেশ ভ্রমণের সুযোগ পাওয়া যাবে ।
          তুমি দোলমঞ্চ হলে এবার পৌষে রাসের মেলা বসাতুম।

আসলে তুমি কিছুই নও, যুদ্ধ কিংবা স্বাধীনতা
           কোনো অপূর্ব সম্ভাবনাও নও তুমি
এমন কি বিচ্ছেদ হলে, ঘিরে থাকত তোমার চাঁদের প্লাবন
            রক্তপাত, উন্মাদ হওয়ার প্রতিবন্ধ ।

অন্তত একবার যদি আমার হাতের অক্ষরগুলোকে বিশ্বাস করে
            তুমি গোধূলিতে আচ্ছন্ন হয়ে দাড়াতে
অন্তত একটি পাপড়ি কুড়োনোর ভঙ্গিতে ; আঙুল বাড়িয়ে, অন্ধের মত
             ছুঁয়ে দিতে আমায়
জীব জগতে তোমার কোনো অমলিন কীর্তি থেকে যেতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)