Sarthok Jonom Kobita Lyrics : সার্থক জনম কবিতা – শুভ দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Sarthok Jonom Kobita Lyrics : সার্থক জনম কবিতা - শুভ দাশগুপ্ত

 

Bengali Poetry, Sarthok Jonom written by Subha Dasgupta [বাংলা কবিতা, সার্থক জনম লিখেছেন শুভ দাশগুপ্ত]

 

যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন।

তার কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয়জ শীতলাং,

হ্যা, বেশ সুন্দর করে বলুন, যে মেয়েটা চাকরীর নাম করে

বনগা কিংবা চাকদা থেকে রােজ সকালের ট্রেনে সেজেগুজে

শহরে আসছে, শরীর বেচে চাল, ডাল, নুন কিনতে, তাকে ডাকুন

তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে

বিশ্বাস করুন, আমি ভদ্রলােক, আজ ১০ বছর হল আমার

কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন, তার কানে কানে

বলুন, বল বল বল সবে শতবীণা বেণুরবে ভারত আবার

জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে।

রাতের আকাশ-কাপিয়ে অঝাের ধারায় বৃষ্টি নামলে, যে মা

আজও লণ্ঠন হাতে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন

তাঁর খােকন ফিরে আসবে বলে। যে খােকনকে এমনই

এক বর্ষার উন্মত্ত রাতে কালাে গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল

আর বরানগরের রাস্তায় ভােরের ঘুম-ভাঙা

কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ,

সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন,

হাম বুলবুলি হয় ইসকি ইয়ে গুলশির্তা হামারা, সারে যাঁহা … হামারা।

সবাইকে সব কিছু বলা শেষ হলে, সুনসান শীতের রাতে

পাঁচমাথার মােড়ে ঘােড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর

পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান

ফাকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন।

শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ

আমি তােমাদের কাছে রক্ত চেয়েছিলাম

তােমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি

কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি।

আর তােমরা ? -তােমরা ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)