Sat vai champa lyrics Bishnu Dey সাত ভাই চম্পা কবিতা – বিষ্ণু দে
চম্পা! তােমার মায়ার অন্ত নেই,
কত না পারুলরাঙানাে রাজকুমার
কত সমুদ্র কত নদী হয় পার!
বিরাট বাংলাদেশের কত না ছেলে
অবহেলে সয় সকল যন্ত্রণাই-
চম্পা কখন জাগিবে নয়ন মেলে।
চম্পা, তােমার প্রেমেই বাংলাদেশ
কত না শাঙন রজনী পােহাল বলাে।
গৌরীশৃঙ্গ মাথা হেঁট টলােমলাে,
নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা,
চিনে জ্বলে, হয় মঙ্গোলিয়ায় লেখা,
চম্পা, তােমায় চিনেছিল সিংহলও।
তােমাকে খুঁজেছে জানাে কি কৃষকে নৃপে
অশ্বের খুরে, লাঙলের ফলা টেনে,
হাতুড়ির ঘায়ে, কান্তের বাঁকা শানে,
ভাটিয়ালি গানে, কপিলমুনির দ্বীপে;
কলিঙ্গে আর কঙ্কণে গুর্জরে
চম্পা, তােমার সাত ভাই গান করে।
শ্যাম-কাম্বােজে তারা বুঝি টানে দাঁড়,
নীলকমলের দেশে রেখে আসে হাড়
বহু চাঁদ বহু শ্ৰীমন্ত সদাগর,
চম্পা, তােমারই পারুল মায়ার লােভে
বাহিরকে ঘর আপনকে করে পর,
বলী হাসে, আসে যবদ্বীপের সাড়।
তােমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে
কত প্রাণ গেল, কতজনা নিশি ডেকে
অন্ধ আবেগে বৈতরণীতে ডােবে।
চম্পা, তােমার অবিনশ্বর প্রাণ
এ কোন হিরণ মায়ায় রেখেছ ঢেকে,
খুলে দাও মুখ, রৌদ্রে জ্বলুক গান।।
কড়ির পাহাড়ে চম্পা, তুমি তাে নেই;
কাঞ্চনমালা জানে না তােমার খেই;
তবুও তােমায় খুঁজে মরে সারা দেশ-
ঘােচাও চম্পা, দুস্থ হন্নবেশ,
এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে
চকিতে দেখাও জনগণমনে মুখ।
মুক্তি! মুক্তি! চিনি সে তীব্র সুখ,
সাত ভাই জাগে, নন্দিত দেশ-দেশ।।