Hemanta jekhane thake হেমন্ত যেখানে থাকে – শক্তি চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Hemanta jekhane thake হেমন্ত যেখানে থাকে - শক্তি চট্টোপাধ্যায়

হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে

সাড়া থাকে, সচ্ছলতা থাকে।

মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা

গাছেদের কাছে নেই

হেমন্ত বার্ধক্য নিতে আসে

খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কুটে বাকল

এইসব।

হেমন্ত দরোজা ভেঙে নিয়ে আসে সবুজ নিশ্বাস…

মানুষের মতো নয় রক্তে পিত্তে সৌভাগ্য সরল

শিশুটির মতো রাঙা ক্রন্দন ছিটিয়ে চারিপাশে

হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।