Snan kobita lyrics Joy Goswami : স্নান – জয় গোস্বামী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
সংকোচ জানাই আজ : একবার মুগ্ধ হতে চাই
তাকিয়েছি দূর থেকে। এতদিন প্রকাশ্যে বলিনি।
এতদিন সাহস ছিল না কোনাে ঝর্নাজলে লুণ্ঠিত হবার –
আজ দেখি, অবগাহনের কাল পেরিয়ে চলেছি দিনে দিনে

জানি, পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছো।
তােমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে- প্রেমিক
ফেলে রেখে গেছে পথে, জানি, তার মিথ্যা বাগদান
হাড়ের মালার মতাে এখনাে জড়িয়ে রাখাে চুলে।

আজ যদি বলি, সেই মালার কঙ্কালগ্রন্থি আমি
ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি ? যদি বলি
আমি সে-পুরুষ, দ্যাখাে, যার জন্য তুমি এতকাল
অক্ষত রেখেছাে ওই রােমাঞ্চিত যমুনা তােমার?

শোনো, আমি রাত্রিচর । আমি এই সভ্যতার কাছে
এখনাে গােপন করে রেখেছি আমার দগ্ধ ডানা ;
সমস্ত যৌবন ধরে ব্যাধিঘাের কাটেনি আমার । আমি একা
দেখেছি ফুলের জন্ম মৃতের শয্যার পাশে বসে,
জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেবাে বলে
এখনাে রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি।

দ্যাখাে, সেই মরুরাত্রি চোখ থেকে চোখে আজ পাঠালাে সংকেত –
যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করাে বধির কবিকে ;
সে যদি সংকোচ করে, তবে লােকসমক্ষে দাঁড়িয়ে
তাকে অন্ধ করাে, তার দগ্ধ চোখে ঢেলে দাও অসমাপ্ত চুম্বন তােমার
পৃথিবী দেখুক, এই তীব্র সূর্যের সামনে তুমি
সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত ক’রে রেখে
উন্মাদ কবির সঙ্গে স্নান করছাে প্রকাশ্য ঝর্নায় !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)