
Bombagorer Raja kobita lyrics বোম্বাগড়ের রাজা কবিতা – সুকুমার রায়
কেউ কি জান সদাই কেন বােম্বাগড়ের রাজা- ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানির মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানির দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লােকে? জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে?…




