Khati sona (Desher mati) kobita খাঁটি সোনা (দেশের মাটি) – সত্যেন্দ্রনাথ দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Khati sona (Desher mati) kobita খাঁটি সোনা (দেশের মাটি) - সত্যেন্দ্রনাথ দত্ত

 

Bangla Kobita, Khati sona (Desher Mati) written by Satyendranath Dutta বাংলা কবিতা, খাঁটি সোনা (দেশের মাটি) লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত

 

মধুর চেয়ে আছে মধুর

সে এই আমার দেশের মাটি

আমার দেশের পথের ধূলা

খাঁটি সোনার চাইতে খাঁটি।

চন্দনেরি গন্ধভরা,

শীতল করা, ক্লান্তি-হরা

যেখানে তার অঙ্গ রাখি

সেখানটিতেই শীতল পাটি।

শিয়রে তার সূর্য এসে

সোনার কাঠি ছোঁয়ায় হেসে,

নিদ্-মহলের জ্যোৎস্না নিতি

বুলায় পায়ে রূপার কাঠি।

নাগের বাঘের পাহারাতে

হচ্ছে বদল দিনে রাতে,

পাহাড় তারে আড়াল করে

সাগর সে তার ধোয়ায় পা’টি।

ম‌উল ফুলের মাল্য মাথায়

লীলা কমল গন্ধে মাতায়,

পাঁয়জোরে তার লবঙ্গ ফুল

অঙ্গে বকুল আর দোপাটি।

নারিকেলের গোপন কোষে

অন্ন-পানী’ যোগায় গো সে,

কোল ভরা তার কনক ধানে

আটটি শীষে বাঁধা আঁটি।

সে যে গো নীল-পদ্ম-আঁখি

সেই তো রে নীলকন্ঠ পাখি,-

মুক্তি সুখের বার্তা আনে

ঘুচায় প্রাণের কান্নাকাটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)