
অর্কেস্ট্রা (নিবে গেল দীপাবলী; অকস্মাৎ অস্ফুট গুঞ্জন) – সুধীন্দ্রনাথ দত্ত
শ্রীযুক্ত অপূর্বকুমার চন্দ বন্ধুবরেষু— ১ নিবে গেল দীপাবলী; অকস্মাৎ অস্ফুট গুঞ্জন স্তব্ধ হল প্রেক্ষাগারে। অপনীত প্রচ্ছদের তলে, বাদ্যসমবায় হতে, আরম্ভিল নিঃসঙ্গ বাঁশরী নম্র কণ্ঠে মরমী আহ্বান; জাগিল বিনম্র সুরে কম্পিত উত্তর বেহালায় অচিরাৎ। মোর পাশে সমাসক্ত নাগর-নাগরী সঙ্গে সঙ্গে…