দৈন্য (নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে) – সুধীন্দ্রনাথ দত্ত

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

নিরালোক, স্তব্ধশোক, আয়ত নয়ানে

চেও না, চেও না মুখপানে,

দ্বিধাকম্প্র স্বরে

বোলো না, বোলো না মোরে

এ-সর্বনাশের দায় কেবলই তোমার;

বারংবার

কল্পিত কলুষ-নত শিরে

এনো না, এনো না ডেকে বিধির ধর্মিষ্ঠ অশনিরে;

ভেবো না, ভেবো না

মোর অন্ধ দুরাশারে সংহারিল তোমার বঞ্চনা;

জানায়ো না অনুতাপ আর অকারণে।।

 

আমি তো করিনি কভু মনে,

কখনও করিনি মনে প্রভুত্বের উন্মাত্র প্রমাদে,

রাগরিক্ত চিত্তপটে তব

অক্ষয় রেখায় আমি দীপ্র হয়ে রব;

মিলনের তন্ময় প্রসাদে

ভুলি নাই দুর্নিবার বিকারের কথা;

মানিনি ভঙ্গুর ভবে নিতান্ত সুলভ অমরতা।।

 

আমার অক্ষম বুদ্ধি দিবস-রজনী

শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি;

জানে আপনার দৈন্য। তাই ডোবে নির্বাক ধিক্কারে

বিপ্রলব্ধ হৃদয়ের দাম্ভিক বিলাপ;

তাই মোর উদ্বাস্তু সন্তাপ

পায় না প্রতিষ্ঠা আজ আত্মম্ভরি অসূয়ার দ্বারে;

তাই মোর প্রাণ

স্মৃতিশূন্য অন্ধকারে খুঁজে মরে নিশ্চিহ্ন নির্বাণ॥

 

১০ মার্চ ১৯৩১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।