তোমার বাণীরে করিনি গ্রহণ (কবিতা) – কাজী নজরুল ইসলাম

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

তোমার বাণীরে করিনি গ্রহণ (কবিতা) - কাজী নজরুল ইসলাম Tomar banire korini grohon poem Kazi Nazrul Islam

 

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।

ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ॥ ক্ষমা কর হজরত।

 

বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,

তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।

এই ধরণীর ধন-সম্ভার – সকলের তাহে সম অধিকার;

তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ ॥ ক্ষমা কর হজরত।

 

তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে

আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।

ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,

আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পর-মত ॥ ক্ষমা কর হজরত।

 

তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,

তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।

মোরা ভুলে গিয়ে তব উদারতা

সার করিয়াছি ধর্মন্ধতা,

বেহেশ্ত্ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত ॥

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।

ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ ॥ ক্ষমা কর হজরত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।