Abokash kobita Uthpal Kumar Basu অবকাশ – উৎপল কুমার বসু
যেদিন নীরব হবো আমাকে কোরাে না তুমি ক্ষমা। কেননা অনন্ত কাল ব্যাপ্ত করে আয়ুর আঁধার উপরে এসেছে নেমে—বৎসরে বৎসর যায়, ডুবে যায় দীনা শ্বেত-সূর্যের রাত্রি। অবসন্ন বাঁধের ওপার দিয়ে সে শুধু গড়ায়। ধূসর জলের তীরে তাকে দাও খুলে।…