Dupur belay nilam kobita : দুপুর বেলায় নিলাম – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
অকস্মাৎ কে চেঁচিয়ে উঠল রক্তে ঝকি দিয়ে
 “নিলাম নিলাম নিলাম!”
 আমি তােমার বুকের মধ্যে উঁকি মারতে গিয়ে
 চমকে উঠেছিলাম।

অথচ কেউ কোথাও নেই তাে, খা খা করছে বাড়ি।
 পিছন দিকে ঘুরে
 দেখেছিলাম, রেলিং থেকে ঝাঁপ দিয়েছে শাড়ি
 এক গলা রােদুরে।

বারান্দাটা পিছন দিকে, ডাইনে বাঁয়ে ঘর,
 সামনে গাছের সারি।
 দৃশ্যটা খুব পরিচিত, এখনাে পর-পর
 সাজিয়ে নিতে পারি।

এবং স্পষ্ট বুঝতে পারি, বুকের মধ্যে কার
 বুকের শব্দ বাজে
 হায়, তবু সেই দ্বিপ্রহরিক নিলাম-ঘােষণার
 অর্থ বুঝি না যে।

“নিলাম নিলাম!” কিসের নিলাম? দুপুরে দুঃসহ
 সকাল বেলার ভুলের?
 এক বেণীতে ক্ষুব্ধ নারীর বুকের গন্ধবহ
 বাসী বকুল ফুলের?

“নিলাম নিলাম!” ঘন্টা বাজে বুকের মধ্যে, আর
 ঘন্টা বাজে দূরে।
 “নিলাম নিলাম।” ঘন্টা বাজে সমস্ত সংসার
 সারা জীবন জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)