ছুটির মজা (কবিতা) Lyrics – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

একদিন ছুটি পেলে

শহর পিছনে ফেলে

জানিস তো সব্বাই

কোনখানে যেতে চাই?

পিকনিকে বারবার,

ডায়মন্ড হারবার।

ডায়মন্ড হারবার (৩)

আর যদি ছুটি পাই

তিনদিন তবে ভাই

ধর্মতলার মোড়ে

সরকারি বাস ধরে

সক্কলে দিই ছুট

দীঘা আর জুনপুট।

দিঘা আর জুনপুট (৩)

ছুটি পেলে এক মাস

রয়েছে রকেট বাস

পথ বারো ঘন্টার

সেইখানে যাই যার

কাছেই পাহাড়পুরী

জায়গাটা শিলিগুড়ি,

শিলিগুড়ি (৩)

শিলিগুড়ি থেকে ভাই

টয়ট্রেনে চড়া চাই

ট্রেন যেন ধিকি ধিকি

ধিকি ধিকি (৪)

পাহাড়ের গা বেয়ে

সে চলেছে মেঘের দেশে

মেঘ যেই কেটে যায়

আকাশের জানালায়

মুখখানি ফোটে কার

কাঞ্চনজঙ্ঘার।

কাঞ্চনজঙ্ঘার (৪)

উড়ো জাহাজের হয়ে যে যাই বলুক

রেল গাড়ীতেই জানি সব চেয়ে সুখ

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঠিক ঠিক, ঠিক ঠিক

আগে থেকে থাকে যদি রিজার্ভেশন

দেখতে দেখতে যাব হরেক স্টেশন

ঝিক ঝিক ঝিক ঝিক

ঝিক ঝিক, ঝিক ঝিক

এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে

চুমুক্‌ লাগাব ভাঁড়ে গরম চায়ে

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঠিক ঠিক, ঠিক ঠিক

কত লোক, মাঠ ঘাট

কত ঘর বাড়ি

পুকুরের ধারে ধারে সুপুরির সারি

ঝিক ঝিক ঝিক ঝিক

ঝিক ঝিক ঝিক ঝিক

সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায়

তবে কালই চলে যাব শিমূলতলায়

ঝিক ঝিক, ঝিক ঝিক

ঝিক ঝিক ঝিক ঝিক

রোগা নদী, শাল বন

লাল মাটি আর

উটের কুজের মট

ছোট্ট পাহাড়

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঝিক ঝিক, ঝিক ঝিক

ঝিক ঝিক ঝিক ঝিক

সেইখানে যেতে যেতে দেখব যে দূর

দিগন্তে ডুবে যায় সুয্যি ঠাকুর

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঠিক ঠিক, ঠিক ঠিক

ঝিক ঝিক, ঝিক ঝিক

ঝিক ঝিক ঝিক ঝিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।