Nodi o nari kobita lyrics : নদী ও নারী – শুদ্ধসত্ত্ব বসু

 নদী পর্যন্ত আসারই অধিকার, পরম অভয় এই;
 তারপরই অনিশ্চিত উদ্বেল জল।
 কখনাে কখনাে মদিব সােহাগ জাগে,
 কখনাে বা বালিয়াড়ি ভরে,
 কখনাে তটের জল নিয়ে যায় দূরে –
 শােকাহত প্রেমিকার মতাে প্রার্থিত বিস্ময়ে
 জলের রেখায় ভাসে হৃদয়ে অনুচ্চার কথা ।

 অন্তরে আকুতি নিয়ে কি দুর্বার টানে
 নদী পর্যন্তই যাই, তার বেশী নয়।
 কেননা এই অধিকারটুকু তুমি
 অকপটে দিয়েছাে আমায়!

 এই রােদ, এই হাওয়া, আকাশের নীল ছায়া
 এই অধিকার-সীমা ভেঙে
 আরাে বেশী চায় যারা,
 তেমন কাঙাল আমি নই!

 নারী ত’ নদীর মতই, কাছে এসে ছড়ায় সে
 সােহাগের ফেনা, দূরে স্তব্ধ অগাধ, অবাধ,
 অতল গহীন, রহস্যে আবৃত।
 এতাবৎ মৃঢ় নর তাই
 মাঝ দরিয়াকে নয়, শুধু তটকেই জানে,
 যেখানে জলের রেখায় শুধু আঁকা

 না-বলা কথার ছবি
 তােমার প্রেমের স্তব অনির্বচনীয়!

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Leave a Reply

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য এইন‌ই রেজিস্ট্রেশন করুন
অনলাইনে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য যুক্ত হন