Tumi chole jabe kobita তুমি চলে যাবে – তরুণ সান্যাল

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
Tumi chole jabe kobita তুমি চলে যাবে - তরুণ সান্যাল

তুমি চলে যাবে ঝরা স্মরণের দেশে,
সন্ধ্যা সকাল আমার শূন্য হলে,
পথের পাথরে তবু ঝরে ঝরে রক্ত
তখনও তো প্রেমে মহাসমুদ্রে মেশে,
অচল আমার খাঁড়িতে কী কল্লোলে
প্রয়াণ তোমার সমারোহ অব্যক্ত!

আমি কী দশটা আঙুলে ছিড়েছি ঘাস
কোমল শিশির দলে গেছি দুই পায়ে,
কঠিন দুবাহু ভুলে গেলে স্পর্শকে
আমি চোখ বুজে মুছে দিই নীলাকাশ
অবশেষে দেখি বিদায়ের সন্ধ্যায়।
ছলনার মুখে ঠেলেছি আদর্শ কে!

তুমি চলে গেলে ঝরা স্মরণের দেশে
নারি, সে তরল স্রোতের ক্ষিপ্র খাঁড়া
চমকায়, আমি মাথা পাতি তার নীচে
বুকের বেদনা স্মরণের আশ্লেষে
কোথায় সে কোন মহাসমুদ্রে হারা
আমি ফিরি যাই শিকড়ে শায়িত বীজে

কোথায় যেখানে প্রণয়ে সুর ও সারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।