Manusher mordhe kichu oviman thake : মানুষের মধ্যে কিছু অভিমান থাকে

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita lyrics, Manusher mordhe kichu oviman thake written by Mahadeb Saha

 

সব মানুষেরই মধ্যে কিছু অভিমান থাকে,

এইটুকু থাক, এইটুকু থাকা ভালো

এই অভিমান জমে জমে মানুষের বুকে হবে নক্ষত্রের জল।

মমতা মমতা বলো অভিমান তারই তো আকার

তারই সে চোখের আঠালো টিপ, জড়োয়া কাতান,

মমতা মমতা বলো অভিমান তারই একনাম

একদিন অভিমান জমে জমে

সব বুকে স্বর্ণখনি হবে ;

মানুষের মধ্যে কিছু অভিমান থাকে, চোখের

ভিতরে থাকে, হৃৎপিণ্ডে থাকে

তাহাকেই গোপনতা বলে, মানুষের মধ্যে

আরো মানুষের অবস্থান বলে,

কেউ কেউ ইহাকেই মানুষের বিচ্ছিন্নতা বলে

আমি তা বলি না

আমি বলি অভিমান, মানুষের প্রতি মানুষের শুধু অভিমান,

আর কিছু নয়,

এই অভিমানই একদিন মানুষকে পরস্পর কাছে এনে দেবে।

সব মানুষেরই মধ্যে কিছু অভিমান থাকে

অভিমান থাকা ভলো, এইটুকু থাক,

একটি নারীর প্রতি পুরুষের স্বাভাবিক অভিমান থাক,

শিশুদের প্রতি থাক, গোলাপের প্রতি

এই অভিমান থাক

নারী ও গোলাপ এই একটি শব্দের প্রতি

মানুষের সনাতন অভিমান থাক,

সব মানুষের মধ্যে কিছু অভিমান থাকে, সেইটুকু থাক।

 

Manusher mordhe kichu oviman thake মানুষের মধ্যে কিছু অভিমান থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)