Ami vishon ekla manush poem আমি ভীষণ একলা মানুষ কবিতা

আমি ভীষণ একলা মানুষ,
আমি ভীষণ আমার ভেতর থাকি।
যত্ন করে খুব খেয়ালে রােজ,
‘আমি’টাকে আমার ভেতর রাখি
আমি ভীষণ অভিমানের মেঘ,
আমি ভীষণ ক্লান্ত একা ভোর।
কষ্টগুলাে রােজ জমিয়ে ভাবি,
সুখগুলাে সব থাকুক না হয় তাের।
আমি ভীষণ মন খারাপের দিন,
আমি ভীষণ কান্নামাখা রােদ।
অশ্রুগুলাে বর্ষা জলে ভাসাই,
ঋণগুলাে সব না হয় হলাে শােধ।
আমি ভীষণ স্মৃতির খেরোপাতা,
মলাটজুড়ে হাজার আঁকিবুঁকি।
‘আমি’টাকে আমার ভেতর রাখি।