Monipurer ma kobita lyrics মণিপুরের মা কবিতা – সুবােধ সরকার

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Monipurer ma kobita lyrics মণিপুরের মা কবিতা - সুবােধ সরকার

 

Bangla Kobita, Monipurer ma written by Subodh Sarkar [বাংলা কবিতা, মণিপুরের মা লিখেছেন সুবােধ সরকার]

 

নগ্ন উঠে দাঁড়ালাে আমার মণিপুরের মা

এই মায়ের দু’চোখ থেকে চোখ পেয়েছি

আশিরনখ ভাষা পেয়েছি, পেয়েছি সারেগামা

নগ্ন উঠে দাঁড়ালাে আমার মণিপুরের মা।

 

যা খুশি তাই করতে পারে আর্মি আর

পুলিশ, পথে কার্ফ্যু, জ্বলে চারমিনার

কারও কিছু বলার নেই, বলার কথা না

নগ্ন উঠে দাঁড়ালাে আমার মণিপুরের মা।

 

আর্মি জিপ চলে গগনতলে

আর্মি জিপ ‘সারে জাঁহাসে’ বলে

আর্মি জিপে মেয়েটি আছড়ায়

আর্মি জিপে বােতাম খােলা চলে।

 

ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে

ও মেয়ে যদি গগনতলে মরে

পুলিশ মুছে দিয়েছে তার নাম

বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনও গ্রাম!

 

এ সব ঘটে রােজ

কোথায় কোন তরুণী পড়ে আছে।

কোথায় তার অন্য বােন নিখোঁজ

শুধু তাদের চুনুরি ঝােলে গাছে

কিন্তু আজ জুলাই মাসে হারালাে বিপদসীমা।

উঠে দাঁড়ান মণিপুরের মা

উঠে দাড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা

পৃথিবী দেখ্, মায়ের বুকে ক’খানা উপশিরা।

কেমন লাগে নগ্ন হলে তাের নিজের মা?

 

আসাম রাইফেলস্ যেই বন্ধ করে গেট

যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট

সেখান থেকে বেরিয়ে এল এক গরম গঙ্গা

মণিপুরের মায়েরা দিল মা-কে নতুন সংজ্ঞা।

 

যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে

স্থলনায়ক, জলনায়ক, তােমরা তখন কী

করছিলে?

ভাবছ নাকি তােমার মা এখনও আছেন পরমা?

পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছেন…

সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)