আমার এতো বর্ষা কবিতা – মহাদেব সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Bengali Poem, Amar ato borsha kobita lyrics written by Mahadev Saha বাংলা কবিতা, আমার এতো বর্ষা লিখেছেন মহাদেব সাহা।

 

এই যে জীবন উজাড় করে বর্ষার মেঘের মতো

তোমাকে ভিজিয়ে দিচ্ছি

তুমি কখনোই তার কিছু অনুভব করলে না;

 

তুমি বুঝলে না এই সহস্র সহস্র চুম্বনের ব্যাকুলতা নিয়ে

আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি,

তোমাকে ভিজিয়ে দেওয়ার জন্য হাজার বছর ধরে

আমি মেঘ হয়েছি সমুদ্রে,

লক্ষ লক্ষ শীতরাত্রি ভেদ করে তোমার জন্য ফুটেছি গোলাপ;

 

শিশির হয়েছি শত শত মাঘ নিশীথের বুকে

তুমি সেই বৃষ্টি কিংবা শিশিরের গন্ধ নিতে শিখলে না,

আমার সব অশ্রুবিন্দু দ্যাখো আমার চোখেই কীভাবে

শুকিয়ে গেল।

 

তুমি বুঝলে না আমি কতকাল এই বর্ষা হয়ে আছি,

মেঘে মেঘে মল্লার হয়ে আছি তোমার জন্য

এক বিন্দু অশ্রু হয়ে আছি সমস্ত প্রেমিকের চোখে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।