প্রথম কবিতা – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
বইয়ের প্রথম পাতা। প্রথম কবিতা। তুমি হাতে করে তুলে
কৌতূহলে পড়ে দেখছ এখন কেমন আমি, বদলে গেছি কিনা—
কতদিন দেখা হয়নি। ভাল আছ? আমি আছি, ওই একরকম…
তোমাদের বাড়ি যেতে ভুলে গেছি, মনে আছে, আমাকেও তুমি
ভালর সুড়ঙ্গগুলো গোপনে দেখিয়েছিলে, আজ সেই ভাল
মাথায় পালক হয়ে লেগে আছে, বাকিটুকু তোমার কথায়
সময় পেরিয়ে নেয় কোনওমতে, আর আমিও বালিশ জড়িয়ে
ভাবি যে তোমার কাছে শুয়ে আছি…জল আসে…খুব জল আসে…