Sundor poem Amitabh Gupta সুন্দর (কবিতা) – অমিতাভ গুপ্ত
সহজ সমুদ্র আমি দেখেছি কি কোনােদিন? সবুজাভ জল কাটাহাতে, এড়িয়ে ঝিনুককাঁটা, কোনােদিন বেঁধেছি অঞ্জলি? যেখানে আচ্ছন্নঘুমে টের পাই মেয়েদের চোখের কাজল অন্ধকারে ঝরে গেছে — টিলার নির্জন ছুঁয়ে বিপন্ন দেহলি নেমে আসে : সেই অনুরমণীরা কোনােদিন সাগরের আগুনচাপায় আমাকে বাসেনি…