অমিতাভ গুপ্ত

Sundor poem Amitabh Gupta সুন্দর (কবিতা) – অমিতাভ গুপ্ত

সহজ সমুদ্র আমি দেখেছি কি কোনােদিন? সবুজাভ জল কাটাহাতে, এড়িয়ে ঝিনুককাঁটা, কোনােদিন বেঁধেছি অঞ্জলি? যেখানে আচ্ছন্নঘুমে টের পাই মেয়েদের চোখের কাজল অন্ধকারে ঝরে গেছে — টিলার নির্জন ছুঁয়ে বিপন্ন দেহলি নেমে আসে : সেই অনুরমণীরা কোনােদিন সাগরের আগুনচাপায় আমাকে বাসেনি…

Read MoreSundor poem Amitabh Gupta সুন্দর (কবিতা) – অমিতাভ গুপ্ত

Khama kobita Amitabh Gupta : ক্ষমা – অমিতাভ গুপ্ত

 সমস্ত সাম্রাজ্যবােধ ঝরে গেলে ঊষার উদিত সেই সম্রাজ্ঞীর কথা মনে পড়ে সূর্যাস্তের মতাে তার অধরদু’টিকে মনে পড়ে রাত্রির স্তব্ধতা নিয়ে দু’টি হাত – তাও মনে পড়ে ছায়াপথে ছায়াপথে ভেসে যাওয়া দৃষ্টির নিঃস্বতা আর নক্ষত্রের বেদি দীর্ণ ক’রে চলে যাওয়া ঋজুক্ষিপ্র…

Read MoreKhama kobita Amitabh Gupta : ক্ষমা – অমিতাভ গুপ্ত

Kojagori Poem Amitabh Gupta : কোজাগরী – অমিতাভ গুপ্ত

  আমিও উঠেছি জেগে, নক্ষত্রবিশ্বের উতরােলে । যখন আদিম পাতা জলের এমিবা ছেড়ে ধীরে ধীরে জাগে ঘন হয় মাটি যখন জ্যোস্নায় ডানা মেলে দিয়ে উড়ে যায় মযুরের প্রথম শাবক ছায়া পড়ে উর্বশীর চেখে ।  

Read MoreKojagori Poem Amitabh Gupta : কোজাগরী – অমিতাভ গুপ্ত

Purnipukur puspamala kobita : পুণ্যিপুকুর পুষ্পমালা – অমিতাভ গুপ্ত

   ক্ষণজটিল দুপুরে, ছায়াটির  মতন ওই দুর্গামেয়ের মুখ  খিদেয় পােড়া রূপের কাছে তার  ঢেউ জাগে না পুণ্যিপুকুরের  একটি জটিল ছায়ার মতাে শুধু  এই জলে এই জলের আয়ােজনে  নলডাঁটা আর কলমী খুঁজেছে সে  সারাদুপুর ক্ষণজটিল ছায়া  ছায়ার মতাে ছড়িয়ে গেল জলে…

Read MorePurnipukur puspamala kobita : পুণ্যিপুকুর পুষ্পমালা – অমিতাভ গুপ্ত

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।