অনির্বাণ দত্ত

তোমার জন্য – অনির্বাণ দত্ত

তুমি চাইলে কী না দিতে পারি আমি কাকডাকা ভোরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম এই দ‍্যাখো, তুমি চাইলে কী না দিতে পারি আমি। যদি বলতে ওই…

Read Moreতোমার জন্য – অনির্বাণ দত্ত

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।