দুঃখ আছে কতো রকম – অসীম সাহা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

হায় আমাদের দুঃখ আছে কতো রকম

বুকের ক্ষত, মনের বারো গাঢ় জখম

মা যেমন দুঃখ করেন হলো না তার ঘটিবাটি সোনার বাসন

ন্যায্য আসন

ছেলেরা তার দিলো না কেউ

রইলো পড়ে বাইরে যেমন উড়োনচন্ডী

জোয়ারে ঢেউ ;

ঘর হলো না, নিজের কোনো ঠাঁই হলো না পায়ে দাঁড়াবার

হত বাড়াবার

বিপদ আপদ কতোই আছে

মা রাখলেন মনেই চেপে মনের দুঃখ

মনের কাছে,

আমি যেমন দুঃখ করি

দুঃখ করি

অনেক কিছু

ঠিক য়ে আমি চুটলি কখন কিসের পিছু

তাই জানি না

শীতের দিনে হাত বাড়িয়েও ঘরে একটু রোদ আনি না

কেন যে ঠিক দুঃখ করি তাই জানি না ;

এই তো আমি ইচ্ছে করলে খেতে পারি, ঘুমোতে পাই যখন তখন

অসুখ হলে কিনতে পারি অ্যাসপ্রো কিংবা চোখের জন্যে

দামী লোশন

বাসে চড়ে ঘুরতে পারি এখান থেকে অনেক খানি,

কিংবা যেমন কারো কারো প্রেমের জন্য প্যানপ্যানানি

প্রেম হলো না, হলো না ঠিক আলাপ কোনো মেয়ের সাথে

দিনেরাতে

বাদশাজাদীর তসবী নিয়ে নরম বিলাস

ও-সব ছাই নেই কিছুরই কোনো আভাস

আমার মধ্যে, তবু আমি দুঃখ করি

কিসের জন্যে দুঃখ করি তাই জানি না

গাই বিয়োবার আশায় ঘরে ধান ভানি না

সবাই আমরা দুঃখ করি একটা কিছুর দুঃখ করি

ঘটিবাটি, বসতবাড়ি, ফুলদানি বা সোনার বাসন

নিজের জন্য হলো না ঠিক যোগ্য আসন

হাত বাড়াবার শক্ত লাঠি

পরিপাটি সোনার জীবন

হলো না ঠিক যেমনটি চাই দুঃখ করি

সবাই আমরা একটা কিছু দুঃখ করি

কেন যে ঠিক দুঃখ করি তাই জানি না

কেবল বুঝি বুকের নিচে সুনীল জখম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।