Ekti bekar premik kobita lyrics একটি বেকার প্রেমিক – সমর সেন

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Ekti bekar premik kobita lyrics একটি বেকার প্রেমিক - সমর সেন

 

চোরাবাজারে দিনের পর দিন ঘুরি।

সকালে কলতলায়

ক্লান্ত গণিকারা কোলাহল করে,

খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি ;

মাঝে মাঝে ক্লান্ত ভাবে কী যেন ভাবি-

হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি;

আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি

ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক।

আর মদির মধ্য রাত্রে মাঝে মাঝে বলি

মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও,

পৃথিবীতে নতুন পৃথিবী আনো

হানো ইস্পাতের মত উদ্যত দিন।

কলতলায় ক্লান্ত কোলাহলে

সকালে ঘুম ভাঙে

আর সমস্তক্ষণ রক্তে জ্বলে

বণিক-সভ্যতার শূণ্য মরুভূমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।