Jhorna Kobita By Shakti Chattopadhyay – ঝর্না কবিতা – শক্তি চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Shakti Chattopadhyay Poems Collection

সারঙ্গ, যদি ঝর্না ফোটাই তুমি আসবে কি    তুমি আসবে কি
সন্তর্পণ পল্লব দোলে এত অজস্র বন্ধু হাওয়া
গাছের শিরায় ফেটেছে নূপুর অমন নৃপুর জলে ভাসবে কি।
পাহাড়খণ্ড পাহাড়খণ্ড ওর নৃত্যের দোষ নিয়ে না হে।

অলস-অলস ভালােবাসা তুমি নদীপথ আঁকো নখে-নখে, তীরে
দাড়িয়ে পড়েছে শাদা গাছগুলি, উপঢৌকন সবুজ জড়ােয়া
দেখছাে না কেন     দুলছো না কেন তবু যে পুলিন জল মেশে ধীরে
কোথায় মেশে না? পাহাড়খণ্ড    ওর কোনদিন দোষ নিয়ে না হে!

তৃষ্ণা জড়ায় পাকে-পাকে আহা সারঙ্গ এসাে ঝর্নাপ্রান্তে
মাইল-মাইল ধূলাবালি ওড়ে অচ্ছায় ধত গাছের পাহারা
মুছে যাবে তার নৃপুরে, নৃত্যে,   শুধু জল টানে পিপাসু ভ্রান্তে
ও ঝর্না ওগাে ঝর্না তাহাকে ভালােবাসবে কি      ভালোবাসবে কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)