Agnite jar apotti nei kobita lyrics অগ্নিতে যার আপত্তি নেই – নির্মলেন্দু গুণ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Agnite jar apotti nei kobita lyrics অগ্নিতে যার আপত্তি নেই - নির্মলেন্দু গুণ

 

Bengali Poem, Agnite jar apotti nei kobita lyrics written by Purnendu Patri বাংলা কবিতা, অগ্নিতে যার আপত্তি নেই লিখেছেন নির্মলেন্দু গুণ

 

থামাও কেন? গড়াতে দাও,

গড়াক;

জড়াতে চায়? জড়াতে দাও,

জড়াক।

 

যদি পাকিয়ে ওঠে জট,

তৈরি হবে নতুন সংকট

সুখ না হলে দুঃখ দিয়ে

পূর্ণ হবে ঘট।

 

ডরাও কেন? এগোতে দাও

জাগুক;

সরাও কেন? আগুনে হাত

লাগুক।

 

জীবন শেষে মরণ হয়,

মরণ শেষে হয় কী?

অগ্নিতে যার আপত্তি নেই

মাটিতে তার ভয় কী?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)