Amra gasher choto choto ful আমরা ঘাসের ছোট ছোট ফুল কবিতা
আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দোলো না পায়ে ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। …
আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, তুলো না মোদের দোলো না পায়ে ছিঁড়ো না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। …
সমস্ত বৃষ্টির পরে,বর্ষণের সব কিছু, ভেঙেচুরে ধুয়ে-মুছেএকাকার করে দেওয়া –এর পরও আমাকে অন্য মনে থাকতে দাও ।পুরনো আকাশটাকে ধুয়ে-মুছে চকচকে করোতারপর পৌরাণিক কথা ।অন্নদামঙ্গল মনসামঙ্গল আর চন্ডীর কথাসপ্তডিঙা সাজায়ে চলেন চাঁদ সদাগর ।ভাঙা কুঁড়ে ফাটা আঙিনায়আলপনা পেতে হবে ঢাকের বোধন…
শুঁড়তোলা শামুকচলা দেখতে গিয়ে একটা পুরোশৈশব কেটে গেছেপদ্মপুকুরের ধার, ওধারে নদীর মতো চলন্ত পথের স্রোত ।গ্রামের ছোট ছেলেমেয়েদের তনুশ্রী পেয়েছে,বুনো চারাগাছ শাল পিয়াশালমহুয়া নয়নতারার বন ।অথচ এ সব কথারা অন্ধকার হয়ে যাচ্ছেপুরনো দালানটার কাঁধে হাত রেখে-রেখে ।এখন নতুন-নতুন সব ইমারতনতুন…
পথ খুঁজে পাবে না কোথাও ।হয়তো কোথাও কোন গ্রামের ভগ্নাংশ নিয়েশহরের পঞ্জর গড়েছে-সেখানেও নেই ।আহারবিহার সাজসজ্জা সেই তনুরক্ষা,শহরের পর শহরের কর্কশ গণিতযোগবিয়োগের ফলে,অনেক , স্বপ্নেরা সব অরণ্যের সাথেফুল ফল পাখি নিয়ে শহিদ হয়েছে ।এখন প্রতিটি দিন বিস্ফোরণে আসে ।তবু পথ…
আমাকে একটা স্বপ্নও পাঠাতে পারলে না ? –আমার ঘুম কে নিয়েমিছিমিছি খেলা শুধু করলে ।যে-সব প্রচন্ড আর তুচ্ছ কথার টুকরোগুলোফেলে চলে গেছ –কোন্ সংসারে তাকে গুছিয়ে তুলি ?যেখানে সহস্র টানে মর্ত্যলোক টেনেচলে নিয়ে যায় বিস্মৃতির অতলে,আমার নামগোত্রহীন এ যাত্রারশেষ প্রান্তে,…
পাখিদের শাদা পালক খুঁজে পেলেআমিও হতাম মেঘ ।হাওয়ার হাতে হাত দিয়ে চলেআমিও হতাম বেগ ।আর আকাশ হত অসীম নীল স্বপ্ননামাবলি,গহন মনের রূপকথা-রং পূর্ণিমারই গলি ।কিন্তু এখন এ সব কিছুই নেইসপ্তডাঙা নদী সাগর ভাসছে ভাদরেই ।আমি তাই প্রাণের বন্ধু যৌবনকে বলি…