Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Somosto bristir pore kobita : সমস্ত বৃষ্টির পরে – জ্যোতিরিন্দ্র মৈত্র

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
সমস্ত বৃষ্টির পরে,
বর্ষণের সব কিছু, ভেঙেচুরে ধুয়ে-মুছে
একাকার করে দেওয়া –
এর পরও আমাকে অন্য মনে থাকতে দাও ।
পুরনো আকাশটাকে ধুয়ে-মুছে চকচকে করো
তারপর পৌরাণিক কথা ।
অন্নদামঙ্গল মনসামঙ্গল আর চন্ডীর কথা
সপ্তডিঙা সাজায়ে চলেন চাঁদ সদাগর ।
ভাঙা কুঁড়ে ফাটা আঙিনায়
আলপনা পেতে হবে ঢাকের বোধন ।
আমার ছোট মেয়েটি লাল ফ্রক চেয়েছিল
বুড়ো চুলে কলপ দিয়ে বিয়ের টোপর-পরা
আর কিছু নেই- তাই সই, তাই উলুধ্বনি
দাও- হবে আশার পূরণ ।
তারপর পৌরাণিক কথা মঙ্গল শ্রবণ
অন্নদামঙ্গল মনসামঙ্গল চন্ডীর কথন
ঢাকির পালক লাফিয়ে ওঠে
                 সপ্ত কাঠির নাচে
খেয়ে বা না-খেয়ে তোমার
                 প্রাণটা তবু বাঁচে ।
সপ্তডিঙা সাজি চলেন চাঁদ সদাগর ।
মনসারানির বিয়ে, বরের সোনার টোপর ।
এখন আর ক্লান্তি নেই ।
অনেক গানের পালা পার্বণের বাজনা বাজিয়ে ।
এখন আর ক্লান্ত নই ।
বার বার তেহাইয়ে বা সমে
এখন আর ক্লান্তি নেই ।
শ্লথনীবি সান্নিধ্যের যৌবনের গান
অনেকের মুখে-মুখে অন্তরঙ্গ শরীরের পরিধি ছাড়িয়ে
সমুদ্রের মতো সব
ছড়িয়ে পড়েছে দূর দেশে-দেশান্তরে ।
এখন এ কথা ভাবি,
নতুন সুরের রাষ্ট্রে মঞ্চাধীশ জীবনের কথা ।
বিদ্রোহের ভগ্নস্তূপে সৃষ্টির কুশীলব
সংখ্যাতীত ব্যঞ্জনার বীজ নিয়ে ঘোরে
নূতন ফসল, মাঠ–সারি-সারি ঢাক-ঢোল,
নবনাট্যসূত্রে সব অভিনায়ন, নান্দীমুখ পাঠ ।
পরিপূর্ণ জীবনের ওপারে প্রয়াণ
পরিপূর্ণ মানুষের জীবনের ফসলের গান
বিপুল প্রয়াস-
সমস্ত রাত্রির শেষে স্বর্ণ-গর্ভ ঊষার কোরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)