Ekhon osob kotha thak kobita : এখন ওসব কথা থাক – মণীন্দ্র গুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
এক লক্ষ বছর সঙ্গে থাকার পর সাব্যস্ত হবে, তুমি আমার কি না।
ওসব কথা এখন থাক।
এখন চলো মিকির পাহাড়ে বুনো কুল পেকেছে,
 চলো খেয়ে আসি ।
লাল রুখু চুল
সূর্যাস্তের মধ্যে
  অর্কিডের উজ্জ্বল শিকড়ের মতো উড়ছে।
  -দেখি দেখি, তোমার তামাটে মুখখানা দেখি।
সূর্য এখনি অস্ত যাবে। পশুর মতো ক্ষীন শরীরে
আমরা হাঁটু পর্যন্ত জলস্রোত পেরিয়ে চলেছি-
                      জলস্রোত ক্রমশ তীব্র…কনকনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)