Moynar ma moynamoti kobita lyrics ময়নার মা ময়নামতী কবিতা

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Moynar ma moynamoti kobita lyrics ময়নার মা ময়নামতী কবিতা

 

ময়নার মা ময়নামতী

ময়না তোমার কই?

ময়না গেছে কুটুমবাড়ী

গাছের ডালে ওই।

 

কুটুম কুটুম কুটুম

নামটি তার ভুতুম

আঁধার রাতের চৌকিদার

দিনে বলে শুতুম।

 

ময়না গেছে কুটুমবাড়ী

আনতে গেছে কী?

চোখগুলো তার ছানাবড়া

চৌকিদারের ঝি।

 

ভুতুম কিন্তু লোক ভালো

মা লক্ষ্মীর বাহন কিনা

লক্ষ টাকার ঘর আলো।

 

গয়না দেবে শাড়ী দেবে

সাত মহলা বাড়ী দেবে

মস্ত মোটর গাড়ী দেবে

সোনা কাহন কাহন।

 

ভুতুম মলে ময়না হবে

মা লক্ষ্মীর বাহন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।