Jonmantor kobita poem lyrics জন্মান্তর কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Jonmantor kobita poem lyrics জন্মান্তর কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

Bangla Kobita, Jonmantor written by Rabindranath Tagore বাংলা কবিতা, জন্মান্তর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমি      ছেড়েই দিতে রাজি আছি

সুসভ্যতার আলোক,

আমি       চাই না হতে নববঙ্গ

নব যুগের চালক।

আমি         নাই বা গেলেম বিলাত,

নাই বা       পেলেম রাজার খিলাত,

যদি        পরজন্মে পাই রে হতে

ব্রজের রাখাল বালক

তবে       নিবিয়ে দেব নিজের ঘরে

সুসভ্যতার আলোক।

 

যারা       নিত্য কেবল ধেনু চরায়

বংশীবটের তলে,

যারা       গুঞ্জা ফুলের মালা গেঁথে

পরে পরায় গলে,

যারা       বৃন্দাবনের বনে

সদাই      শ্যামের বাঁশি শোনে,

যারা       যমুনাতে ঝাঁপিয়ে পড়ে

শীতল কালো জলে-

যারা       নিত্য কেবল ধেনু চরায়

বংশীবটের তলে।

 

“ওরে       বিহান হল, জাগো রে ভাই’

ডাকে পরস্পরে।

ওরে       ওই-যে দধি-মন্থ-ধ্বনি

উঠল ঘরে ঘরে।

হেরো       মাঠের পথে ধেনু

চলে        উড়িয়ে গো-খুর-রেণু,

হেরো       আঙিনাতে ব্রজের বধূ

দুগ্ধ দোহন করে।

“ওরে        বিহান হল, জাগো রে ভাই’

ডাকে পরস্পরে।

 

ওরে       শাঙন-মেঘের ছায়া পড়ে

কালো তমাল-মূলে,

ওরে        এপার ওপার আঁধার হল

কালিন্দীরই কূলে।

ঘাটে        গোপাঙ্গনা ডরে

কাঁপে       খেয়া তরীর ‘পরে,

হেরো        কুঞ্জবনে নাচে ময়ূর

কলাপখানি তুলে।

ওরে       শাঙন-মেঘের ছায়া পড়ে

কালো তমাল-মূলে।

 

মোরা         নবনবীন ফাগুন-রাতে

নীল নদীর তীরে

কোথা        যাব চলি অশোকবনে

শিখিপুচ্ছ শিরে।

যবে        দোলার ফুলরশি

দিবে        নীপশাখায় কষি

যবে       দখিন-বায়ে বাঁশির ধ্বনি

উঠবে আকাশ ঘিরে

মোরা        রাখাল মিলে করব মেলা

নীল নদীর তীরে।

 

আমি        হব না ভাই নববঙ্গ

নবযুগের চালক,

আমি        জ্বালাব না আঁধার দেশে

সুসভ্যতার আলোক।

যদি       ননি-ছানার গাঁয়ে

কোথাও         অশোক-নীপের ছায়ে

আমি       কোনো জন্মে পারি হতে

ব্রজের গোপবালক

তবে       চাই না হতে নববঙ্গ

নবযুগের চালক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)