Mulyoprapti kobita poem lyrics মূল্যপ্রাপ্তি কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Mulyoprapti kobita poem lyrics মূল্যপ্রাপ্তি কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

Bangla Kobita, Mulyoprapti written by Rabindranath Tagore বাংলা কবিতা, মূল্যপ্রাপ্তি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

 

অঘ্রাণে শীতের রাতে               নিষ্ঠুর শিশিরঘাতে

পদ্মগুলি গিয়াছে মরিয়া–

সুদাস মালীর ঘরে                কাননের সরোবরে

একটি ফুটেছে কী করিয়া।

তুলি লয়ে বেচিবারে             গেল সে প্রাসাদদ্বারে,

মাগিল রাজার দরশন-

হেনকালে হেরি ফুল              আনন্দে পুলকাকুল

পথিক কহিল একজন,

“অকালের পদ্ম তব              আমি এটি কিনি লব,

কত মূল্য লইবে ইহার?

বুদ্ধ ভগবান আজ                এসেছেন পুরমাঝ

তাঁর পায়ে দিব উপহার।’

মালী কহে, “এক মাষা           স্বর্ণ পাব মনে আশা।’

পথিক চাহিল তাহা দিতে–

হেনকালে সমারোহে             বহু পূজা-অর্ঘ্য বহে

নৃপতি বাহিরে আচম্বিতে।

রাজেন্দ্র প্রসেনজিৎ             উচ্চারি মঙ্গলগীত

চলেছেন বুদ্ধদরশনে-

হেরি অকালের ফুল              শুধালেন, “কত মূল?

কিনি দিব প্রভুর চরণে।’

মালী কহে, “হে রাজন্‌,          স্বর্ণমাষা দিয়ে পণ

কিনিছেন এই মহাশয়।’

“দশ মাষা দিব আমি’            কহিলা ধরণীস্বামী,

“বিশ মাষা দিব’ পান্থকয়।

দোঁহে কহে “দেহো দেহো’,         হার নাহি মানে কেহ-

মূল্য বেড়ে ওঠে ক্রমাগত।

মালী ভাবে যাঁর তরে              এ দোঁহে বিবাদ করে

তাঁরে দিলে আরো পাব কত!

কহিল সে করজোড়ে,            “দয়া করে ক্ষম মোরে-

এ ফুল বেচিতে নাহি মন।’

এত বলি ছুটিল সে               যেথা রয়েছেন বসে

বুদ্ধদেব উজলি কানন।

বসেছেন পদ্মাসনে               প্রসন্ন প্রশান্ত মনে,

নিরঞ্জন আনন্দমূরতি।

দৃষ্টি হতে শান্তি ঝরে,                 স্ফুরিছে অধর-‘পরে

করুণার সুধাহাস্যজ্যোতি।

সুদাস রহিল চাহি-                  নয়নে নিমেষ নাহি,

মুখে তার বাক্য নাহি সরে।

সহসা ভূতলে পড়ি                পদ্মটি রাখিল ধরি

প্রভুর চরণপদ্ম-‘পরে।

বরষি অমৃতরাশি                     বুদ্ধ শুধালেন হাসি,

‘কহো বৎস, কী তব প্রার্থনা।’

ব্যাকুল সুদাস কহে,              “প্রভু, আর কিছু নহে,

চরণের ধূলি এক কণা।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)