Nil valobashay kobita নীল ভালােবাসায় কবিতা শক্তি চট্টোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Nil valobashay kobita Shakti Chattopadhyay নীল ভালােবাসায় কবিতা শক্তি চট্টোপাধ্যায়

 

আমি সােনার একটি মাছি খুন করেছি রাতদুপুরে

তাকে বাঁচাতে চেয়েছিলাম, আঁধার-সমুদ্রে নৌকা

যেমনভাবে বেঁচে ফিরতো—তাকে বাঁচাতে চেয়েছিলাম

আমি সোনার একটি মাছি খুন করেছি রাতদুপুরে।

হঠাৎ ছুরি দৌড়ে এলো—হাতের মুঠি জব্দ করে

আঁধারে চালাতে বললাে, যেমনভাবে মারে বৈঠা

সুখে ওপার হেঁকে বলছে দুঃখমোচন করতে এসো

আমার পদ্মদীঘির কাছে শান-বাঁধানো ঘাটটি আছে

সেখানে কেউ কাপড় কাচে, দুঃখগ্লানি তুচ্ছ হলো—

নেশা আমার লাগলো চোখে, কে তুই মাছি দুঃখদায়ক

আমাকে বাঁধনে বেঁধে ফেলে রেখেছিস তোর কোটরে

হেঁটোয় কাঁটা—ওপরে কাঁটা, এই কি দীর্ঘ জীবনযাপন?

এই রোমাঞ্চকর যামিনী, হায় মাছি তুই সোনার বরন!

খুন করেছি হঠাৎ আমি বাঁচবো বলে একা-একাই

দূর সমুদ্রে পাড়ি দেবোই, পাহাড়চুড়োয় থাকবো বসে

চিরটা কাল চলবো ছুটে—পিছনে নেই, পশ্চাতে নেই

তদন্তে ক্রূর পায়ের শব্দ, আমায় ওরা ছেড়ে দিয়েছে

 

ছেড়ে দিয়েছে বলেই আমি সোনার মাছি জড়িয়ে আছি

দীর্ঘতম জীবন এবার তোমার সঙ্গে ভোগ করেছি

এই রোমাঞ্চকর যামিনী—সোনায় কোনো গ্লানি লাগে না

খুব করে নীল ভালোবাসায় চমকপ্রদ জড়িয়ে গেলাম!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।