রাগ কোরো না, রাই (কবিতা) – নির্মলেন্দু গুণ Rag koro na rai

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

রাগ কোরো না, রাই (কবিতা) - নির্মলেন্দু গুণ Rag koro na rai poem Nirmolendu Gun

 

বৃষ্টি তো হবেই। বৃষ্টি তো হওয়ারই কথা, বর্ষাকাল তো—

আম, কাঁঠাল ও বৃষ্টি মিলেমিশে একাকার।

তবে বৃষ্টি এলে আমি প্রথমেই যা করি,

তা হলো—আমার ঘরের দরজা–জানালাগুলো ভালো করে বন্ধ করে দিই।

বৃষ্টির একটি ফোঁটাও যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে।

জানি, ঘরের দরজা–জানালা বন্ধ করে দিয়ে কাউকে স্বাগত জানানোটা ঠিক নয়, এটা অভদ্রতার শামিল।

তাই, আমি বৃষ্টিকে স্বাগত জানিয়ে বলি, রাগ কোরো না, রাই।

তোমার ঠাঁই তো আমার ঘরের ভিতরে নয়, তুমি তোমার সমস্ত বৃষ্টি আমার মনের ভেতরে ঢালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।