Uttam o adham kobita Satendranath Dutta উত্তম ও অধম কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Uttam o adham kobita Satendranath Dutta উত্তম ও অধম কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত

 

Bangla Kobita, Uttam o adham written by Satendranath Dutta বাংলা কবিতা, উত্তম ও অধম লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত

 

কুকুর আসিয়া এমন কামড়

দিল পথিকের পায়

কামড়ের চোটে বিষদাঁত ফুটে

বিষ লেগে গেল তাই।

 

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা

বিষম ব্যথায় জাগে,

মেয়েটি তাহার তারি সাথে হায়

জাগে শিয়রের আগে।

 

বাপেরে সে বলে র্ভৎসনা ছলে

কপালে রাখিয়া হাত,

“তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে

তোমার কি নাই দাতঁ?”

 

কষ্টে হাসিয়া আর্ত কহিল

“তুই রে হাসালি মোরে,

দাঁত আছে বলে কুকুরের পায়ে

দংশি কেমন করে?

 

কুকুরের কাজ কুকুর করেছে

কামড় দিয়েছে পায়,

তা বলে কুকুরে কামড়ানো কিরে

মানুষের শোভা পায়?”

 

মূল রচনা : শেখ সা’দী।

অনুবাদক : সত্যেন্দ্রনাথ দত্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)