Kotha nei kobita Arabinda Guha কথা নেই – অরবিন্দ গুহ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
কারাে আসবার কথা নেই। তবু কার
আশা নিয়ে বিকেল বেলার
অস্তাচল লাল,
সুবর্ণজড়িত গজগস্ততুল্য বিচিত্র, বিশাল?
কারাে আসবার কথা ছিল কখনাে ছিল না।
ভূগভনিহিত জল শান্ত মাধুর্যের প্রস্তাবনা
এনেছিলাে। আমি তাকে সমর্থন করি ।
শুধু গ্রামবধু নয়, নর্তকী নাগরী
সব কথা জানে।
কে ছিল আমার সঙ্গী পতনে, উত্থানে।
সে আমার আপন বুকের রক্ত। ফল
কথা, সে-ও ভূগর্ভনিহিত শুভ্র জল,
কিংবা বলি, মধু। আমি তার,
পরিবর্তে সে-ও তাে আমার।
কারাে আসবার কথা নেই। ছিল কবে!
কোন যােগ্যতায় আমি প্রতিদিন প্রত্যেক বিপ্লবে
জয়ী হই? সে কি তবে অগােচরে আসে
কদম্বকানন ছেড়ে রুক্ষ, রিক্ত, রিরংসু আকাশে?
কারাে আসবার কথা নেই। ও কে? ও কী?
ওকে চিনি। ও আমার করতলস্থিত আমলকী ॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।