অরবিন্দ গুহ

Pouttalik kobita lyrics পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা

Pouttalik kobita lyrics পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা

  Bangla Kobita, Pouttalik (Bhalobesechilam ekti soirinike) written by Arabinda Guha [বাংলা কবিতা, পৌত্তলিক লিখেছেন অরবিন্দ গুহ]   ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে খরচ ক’রে চোদ্দ সিকে। স্বৈরিণীও ভালোবাসা দিতে পারে হিসেবমতো উষ্ণ নিপুণ অন্ধকারে। তাকে এখন মনে করি। কৃষ্ণ-কৃষ্ণ হরি-হরি।  …

Read MorePouttalik kobita lyrics পৌত্তলিক (ভালোবেসেছিলাম একটি স্বৈরিণীকে) কবিতা
Amio kobita by Arabinda Guha - আমিও - অরবিন্দ গুহ

Amio kobita by Arabinda Guha : আমিও – অরবিন্দ গুহ

কাজল লুকিয়ে আছে অভিভূত কাজললতায় মৌন আছে একটি লাউখােলের একতারা; চোখের পাতার চাপে দু-চোখের কোণ থেকে নামে দুটি জলধারা। কটালের জলােচ্ছাস দূর থেকে শুনতে পাই, দেখি অদূরে অস্তায়মান চাঁদ; সব লােভনীয় খাদ্য হয়ে আছে বিষাক্ত বিস্বাদ; কালপুরুষের তারা হেলে আছে…

Read MoreAmio kobita by Arabinda Guha : আমিও – অরবিন্দ গুহ

Kotha nei kobita Arabinda Guha : কথা নেই – অরবিন্দ গুহ

কারাে আসবার কথা নেই। তবু কার আশা নিয়ে বিকেল বেলার অস্তাচল লাল, সুবর্ণজড়িত গজগস্ততুল্য বিচিত্র, বিশাল? কারাে আসবার কথা ছিল কখনাে ছিল না। ভূগভনিহিত জল শান্ত মাধুর্যের প্রস্তাবনা এনেছিলাে। আমি তাকে সমর্থন করি । শুধু গ্রামবধু নয়, নর্তকী নাগরী সব কথা…

Read MoreKotha nei kobita Arabinda Guha : কথা নেই – অরবিন্দ গুহ

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)